মনে প্রেম
মনে প্রেম


সময়ের ঘষা লেগে যাচ্ছে স্মৃতি গুলো ক্ষয়ে,
একই ভাবে বসে থাকা আর মুহূর্ত যায় পার হয়ে।
স্রোতে বয়ে যায় জোৎস্না রং ; টিম টিম তারা
আজও প্রেমে চাঁদ দেয় আশকারা।
ভাবনারা ভীড় হয়ে আসে; কিছু মনকেমন,
আবছা আলোয় ভেসে ওঠে তোমার মুখ যেমন।
শব্দ ছিল অনেক তবু নিঃশব্দ অবকাশে,
ভালোবাসা ছড়িয়ে আছে আকাশে আকাশে।
আছড়ায় ঢেউ ভেসে যায় নৌকাটা
যেনো কোনো সৌরভে পাগল,
স্বপ্নে একাকী হৃদয় খুলেছে আগল।
ফিরে আসি তোমার থেকে বারবার;
আসলে ফেরা হয়না যে একবার ও...,
যা কিছু এলোমেলো সবটা সাথে নিয়ে আমাকে মনে রেখে দিও।