STORYMIRROR

Deepsikha Bhattacharya

Abstract

2  

Deepsikha Bhattacharya

Abstract

মনছবি

মনছবি

1 min
1.0K

নিকোটিনের মতন লেপটে আছো

দু-আঙুলের মাঝে,

ঠিক যেন অন্যায় আবদার

প্রাপ্তবয়স্ক কুব্জ মনের।


দ্রিমদ্রিম করে শিরায় তোমার খরস্রোতা অনধিকার উচ্ছাস.... 


ধোঁয়ার মতন গিলেনি একনিমেষে,

আমার বুক-গলায় বিন্দু-বিন্দু চুয়ে পড়ো...অলস মৌতাত তুমি! 


প্রবল বর্ষণ তখন শরীরে আমার 

আশ্রয় খুঁজি তোমার বাহুর নিষ্পেষণে ধুলোমাটি হয়ে,

জীবন তুমি আবার

ভালোবাসো আমায়।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract