মিনি ভারত ৩
মিনি ভারত ৩


দাদু দিদা দোকান ঘোরে,
গঙ্গাসাগর মেলার মাঠে,
নাতি নাতনির খুব আদরে,
ভালোবাসা স্নেহের পাঠে।
খেলনা পাতি পছন্দসই,
খোঁজে মেলায় ঘুরে ঘুরে,
ভিন্ন ভাষায় করে হৈচৈ,
আদান প্রদান গল্প জুড়ে।
গঙ্গাসাগর গঙ্গাসাগর,
পৌষ চলুক পার্বণে,
যাত্রীদলের কোজাগর,
স্নানের সময় নিয়ম মেনে।
ফেরার বেলায় হাঁকডাক,
ফিরতে হবে যে যার ঘরে,
চেনো দেখে পোশাক আশাক,
মনটা তো এক সব ভেতরে।
সব তীর্থ বারবার,
চালু প্রবাদ মিনি ভারত মানে,
গঙ্গাসাগর একবার,
এই কথাটা ম্যাক্সি ভারত জানে।