মেয়েটি
মেয়েটি


মেয়েটি ছোটো থেকে অনেক সয়েছে ।
দূরসম্পর্কের কাকার অস্লীল ভঙ্গি
থেকে আজ স্বামীর বসের সাথে একাত্ম ;
এসব কম কিছু নয় ।
মেয়েটি স্কুলে সয়েছে পিরিয়ডের দুঃখ ,
কলেজে সয়েছে ছেলেদের লালসার সম্মুখীন ।
তাই সে আজ নিজের শরীর দিলো বিসর্জন ;
না প্রাণ বিসর্জন নয় ...
মনে এলো কেন একজন মেয়ের উপর
সব পুরুষের নজর যাবে বিনামূল্যে ?
পয়সার বিনিময়ে হলে জীবনটা বাঁচতে পারে ।
ওই পার্ক স্ট্রীটের এসকর্ট বলে চেনেন যাদের ,
লাস্যের ব্যবসা , শরীরের ক্রয় হয় যেখানে
আজ সেই হাইরাইজের একজন বাসিন্দা মেয়েটি ।
আজ তার সেই স্বামী এসেছে ওই বাড়িতে ,
সে দেখে হতবাক সেই মেয়ের আজ এত চাহিদা ;
ফ্রিতে যাকে সে ভোগ করতে পারতো
তাকে পয়সা দিয়ে ভোগ করতে হবে ?
সম্ভ্রমের ঢলঢলে আবরণটা বিসর্জন হলো শেষে ।
আপনি কোন বিসর্জন চোখে দেখতে পেলেন ?