STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Inspirational Others

3  

Partha Pratim Guha Neogy

Inspirational Others

মেয়েবেলা

মেয়েবেলা

1 min
242

মনে ভীষণ গর্ব আমার কারণ আমি মেয়ে 

সকল বাধা দূরে ঠেলে আমি পারি যেতে এগিয়ে

ঘরে ফসল তুলতে আমি হাতে কাস্তে ধরি 

শরতকালে নিজের হাতে মায়ের মূর্তি গড়ি 

মিড ডে মিলে আছি যেমন,তেমন আছি সংগ্রামে 

আমার রক্তে সংগ্রামী ঢেউ, বুক ভিজে যায় ঘামে 

কবিতা আমি পড়ি যেমন, অঙ্ক কষি খাতায়

পাথর ভেঙে টুকরো করি, মোট বয়েনি মাথায় 

চায়ের বাগানে খিদের সঙ্গে করি লড়াই,

ভিড় বাসে ট্রামে পাল্লা দিয়ে রোজ অফিস যাই 

আমি সন্তান প্রসব করি অসহ ব্যথা সয়ে 

অশুভশক্তি বিনাশ করি সংহারিনী হয়ে 


ৱ্যাম্পে আমি হাঁটি যেমন, ক্যাম্পে জাগি রাত 

অভুক্তমুখে তুলে দিতে পারি গরম ভাত 

অধিকার রক্ষার জন্য আমি মিছিলে মেলাই পা 

সন্তানের কান্না মোছাতে পারি আমি যে স্নেহময়ী মা 

কখনো আবার সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করি 

দুষ্কৃতীদের শাস্তি দিতে প্রকাশিত হই ছদ্মবেশে 

সিনেমাজগৎ , গানের আসর, কর্পোরেট অফিসে 

আমি জাগ্রত ঊষর মরুতে, নতুন ধানের শিষে 

ঝড়ের রাতে সাহস জোগাই, তপ্ত দুপুরে হাঁটি 

প্রয়োজনে আমি সকল দুঃখ বুকে চেপে দিন কাটি 

দেশ শাসনের দায়িত্বভার কাঁধে বয়ে নিয়ে চলি 

আকাশ পথে বিমান ওড়াই, মহাকাশে ডানা মেলি 

আমি আছি সবখানেতে, আমি সবার মাঝে শক্তি 

নারী আমার স্বাধীন সত্তা, নারীত্বেই মুক্তি 

নারীত্বের গর্ব করে তাই বলতে পারি 

ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি আমরা সকল নারী ।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational