মধ্যবিত্ত জীবন
মধ্যবিত্ত জীবন


রাত যদি হয় সাতটা ঋষির সমবেত দেবলোক
স্বপ্ন উড়ান পেয়ে যেত দিশা হত না সমালোচক,
দিন বেয়ে সিঁড়ি চলেছে দিকে অচিন পান্থসালা
সময়ের বেড়া বেঁধে নিয়ে যারা করেছে অবহেলা,
ধিক্কার সেই প্রদীপেরই হবে জানতো বহ্নিশিখা
তলটা কারো পায়নি আলো বারবার ফিরে দেখা,
মিথ্যা আশায় পথ চেয়ে আছে মধ্যবিত্ত পরজীবী
প্রায় মৃত এই তাসের ঘরে যেন ইস্কাবনের বিবি..!