STORYMIRROR

SUBHAM MONDAL

Classics Inspirational Children

3  

SUBHAM MONDAL

Classics Inspirational Children

মায়ের আদর মায়ের দু্ঃখ

মায়ের আদর মায়ের দু্ঃখ

1 min
256

ছােট্ট যখন ছিলাম-ছিলাম মায়ের কোলে, 

মা আমাকে ভালােবাসা দিত অন্তর থেকে ঢেলে।

ঘর হতে বাহিরে - বাহির হতে ঘরে, 

কভুও না যেতাম আমি মায়ের কোল ছেড়ে। 

মায়ের কোলে আছে স্নেহ, আছে মায়া, মমতা, 

মায়ের আশীর্বাদের আছে অনেক ক্ষমতা। 

মায়ের আশীর্বাদ মাথায় আছে যখন, 

সব বাধা বিপত্তি পার করব তখন। 

সােনার চেয়েও দামি হিরে তার চেয়েও মা, 

এই কথা যে কেউ কখনও ভুলে যেও না। 

বড়াে লােকের বড়াে ব্যাপার মাকে বলে মম, 

মা ডাক সবার সমান, নয় গরিবের কম।

গরিব হলেও মানুষ তারা,

মা বলে ডাকে যারা। 

মা আমাদের সব কিছু, তাই আমরা মায়ের শিশু। 

মায়ের ভালােবাসার আলাে হৃদয় ছুঁয়ে যে যায়,

তখন শিশু বুকটি ভরে আনন্দ যে পাই।

 প্রত্যেক মা চায় তাদের সন্তান ভাল থাকুক, 

সেই সন্তান বড়াে হয়ে মায়েদের দেখুক। 

সেই মায়েদের ইচ্ছাগুলি জলাঞ্জলি যাচ্ছে 

তাই আজ এই জগতে মায়েরা কষ্ট পাচ্ছে। 

পৃথিবীতে মায়ের আদর সবচেয়ে যে মিষ্টি 

তাইতাে এই ছােট্ট ছড়াটা আমারই সৃষ্টি।


Rate this content
Log in

Similar bengali poem from Classics