মানুষ কে ?
মানুষ কে ?
মানুষ কে বলতে পারেন ?
কি মানুষের প্রকারভেদ ?
আমিতো জানি ,
মান এবং হুঁশ আছে যার
সেইতো মানুষ !
তবে নিঃশঙ্ক হয়ে বলতে পারি
এই ধরণীর বুকে মানুষের সংখ্যা যতো ,
তাদের প্রকারভেদও ততো ।
ধূমকেতুর মতো আছড়ে পড়া
সর্বাধিক প্রভাবশালী জান
এই মানব মহাপ্রাণ ।
মানবজাতির সমতুল্য এ জগতে
আর যে নেই কোনো প্রাণ ,
প্রভাবশালীর প্রভাবটাও কি
সকল মানুষের সমান ?
ক্ষুধাগ্নির জ্বালায় জর্জরিত
সিঁধেল চোরটিও মানুষ ,
নিজ পরিবারকে বিলাসিতা দেবার লোভে
ঘুষখোর সৎ ব্যক্তিটিও মানুষ ,
পার্থক্য শুধুই চুরি আর ঘুষখোরি ।
সারাদিন কোদাল চালিয়ে মাটি কাটা
ঘর্মাক্ত দেহ আর ফোসকা পড়া হাত ,
যৎসামান্য রোজগার করে
পরিবারের মুখে তুলে ধরে দুমুঠো ভাত ,
সেই দিনমজুরটিও মানুষ ।
ছেঁড়া জুতো জোড়া দিয়ে
পথচলতি বাবুদের জুতো ঝকঝকে করা
মুচিটিও মানুষ ।
" এই ভালো করে চকচকে করবি
যাতে জুতোয় মুখ দেখা যায় " ,
এরূপ কথা বলা ব্যক্তিটিও মানুষ ।
পার্থক্য শুধুই ঝকঝকে করার
আর চকচকে দেখার ।
সওয়ারি নিয়ে কখনো হাতে টেনে
আবার কখনো পা চালিয়ে
ক্লান্ত রিকশাচালকটিও মানুষ ।
আর ওই যে , বিশাল শীততাপ নিয়ন্ত্রিত
সুসজ্জিত গাড়িতে বসা
দামি পোশাক পরিহিত ভদ্রলোকটিও মানুষ ।
ক্ষমতাবান ব্যক্তিত্বদের ক্ষমতা বজায় রাখতে
নোংরা পাঁক ঘাটা সন্ত্রাসবাদীরা
তারাও মানুষ ।
পৌরুষত্বের অধিকার ফলাতে
নারীদের উপর চরম লান্ঞ্ছনা হানা ,
নিত্যদিনের নির্যাতনের দ্বারা
গৃহ সন্ত্রাস সৃষ্টিকারীও মানুষ ।
পার্থক্য শুধুই ঘরে ও বাইরে
ক্ষমতা বজায় রাখার ।
পথচলতি ভীতসন্ত্রস্ত পায়ে মেয়েটি
যার চোখে - মুখে ভয়ের ছাপ
সেই মেয়েটি মানুষ ।
আর লোভাতুর দৃষ্টিতে শরীরের ভাজে ভাজে
তাকিয়ে থাকা যুবকটি ,
যে আরো বেশি কিছু দেখার নেশায় উন্মত্ত
সেও কিন্তু মানুষ ।
পার্থক্য শুধুই ভয় দেখানোর
আর ভয় পাওয়ার ।
ওই যে রাস্তার পাশে বসে থাকা
জীর্ণ পোশাক , শীর্ণকায় দেহের মেয়েটি ,
যার ছেঁড়া - জোড়াতালি দেওয়া
পোশাকের ফাঁকে উঁকি মারে নগ্নতা
সেও মানুষ ।
আবার , দামি গাড়ি থেকে নেমে
বন্ধুদের সাথে আসা ,
মার্লবোরো বা ডেভিডঅফ্ সিগারেট হাতে
সুন্দরী মর্ডান রমণী
সেও কিন্তু মানুষ ,
পার্থক্য শুধুই দৃষ্টিভঙ্গির নগ্নতায় ।
সমাজের নিষিদ্ধপল্লীতে দাঁড়িয়ে থাকা
অভাবের তাড়নায় শরীরকে পণ্য করা ,
বুকের বিভাজিকায় অশালীনতার প্রকাশ
সেই নারীটিও মানুষ ।
অন্যদিকে, কামনার নেশায় কামাতুরা
শারীরিক ভোগবৃত্তিতে মেতে ওঠা
ছলনাময়ী নারীটিও মানুষ ,
পার্থক্য শুধুই অভাবের আর স্বভাবের ।
সমাজ ও আত্মমর্যাদার কাছে
প্রতিনিয়ত হেরে যাওয়া প্রাণগুলো ,
যাদের পেটে ক্ষিদে , মুখে লাজ
তারাও মানুষ ।
অপেক্ষারত ক্ষুধার্ত গনগনে জলন্ত চুল্লিতে
চোখের নিমেষে পুড়ে ছাই হয়ে যাওয়া ,
শবদেহটিও মানুষ ।
ধূমকেতুর সুবিস্তৃত লেজের ন্যায়
ছড়িয়ে ছিটিয়ে থাকা
মহাজাগতিক মহাপ্রাণ মানুষের মধ্যে
মানবতাবাদই শুধু ফাঁকা ।
মানবজাতির বর্ণনায় মানুষ থাকলেও
মনুষ্যহীনতাই প্রধান ,
সবক্ষেত্রেই ভালো - মন্দ - ত্রুটি - বিচ্যুতিতে
ভরা সকল মানুষই
সর্ব শক্তিশালী মহাপ্রাণ ।
