STORYMIRROR

Sulata Das

Abstract Classics

4.0  

Sulata Das

Abstract Classics

মানব সভ্যতা

মানব সভ্যতা

1 min
42


আমরা মানুষ সবই পারি

     যখন যা করতে চাই,

পাহাড় কেটে বসত বানাই,

      রকেট চড়ে ঘুড়তে যাই।

বন কেটে রান্না করি ,বানাই আসবাব,

    নদীর গতি বন্ধ করে , করি চাষবাস।

আমরা মানুষ সবই পারি 

     যখন যা করতে চাই।


জানো কি আমি জানতে পারি

    মাতৃগর্ভে ছেলে না মেয়ে?

এ যেন কোনো জামা কাপড় !

    যেটা পছন্দ সেটা নে!!

ক্লোন বানিয়ে ফেলেছি আমি, 

    সরোগেসিতে হচ্ছি মা,

করবো আমি সে সব কিছু

     যখন আমার ইচ্ছে যা।

ছোট্টবেলায় পড়তে বসে, 

     ভাবতাম যখন হব বড়,

পাহাড়ে একটা বাড়ি কিনব,

     গরমে ঠান্ডা হাওয়া খাব। 

আজ বিজ্ঞানের হাতটি ধরে, 

     ঠান্ডা হাওয়া খাচ্ছি ঘরে!

আমরা মানুষ সবই পারি 

      যখন যা করতে চাই।


ব্যস্ত আমি, ব্যস্ত তুমি, 

       ব্যস্ত মোরা সবাই,

 চটজলদি যেতে কোথাও 

       তাই যানবাহনই যে চাই।

হোক না তাতে ধরণীর পেট চিরে , 

       খনিজ তেল তোলা-

মানুষের এই উন্নতি যাবে কি

 

       কখনো ভোলা!!

গড়েছি কতো কল কারখানা!!

       গুণতে তুমি পারবে না,

পরিবেশ গোল্লায় যাক

       কোনো নিয়ম মানবো না।

আরো বেশী ফলন চাই,

      আরো বেশী করব লাভ, 

তাইতো আমি বানিয়েছি আজ 

      জৈব ছেড়ে -রাসায়নিক সার।

নিজের স্বার্থে বিজ্ঞানের আশীর্বাদ কে

     পরিণত করেছি অভিশাপে। 

তাইতো মানুষের পাপে বিশ্ব আজ কাঁপে!

     

ভালোও আমি করেছি অনেক

      তাতো আর ভোলার নয়,

কিছু মানব নিজের স্বার্থে 

      করলো যে তার নয়ছয়!!

যুদ্ধ দিয়ে জিতবো বিশ্ব

       হৃদয় দিয়ে নয়,

 এমন কথা ভাবলে বলো 

       কারো কি ভালো হয়?

পারমানবিক বোম বানালাম 

        মারতে মানব কে, 

 করোনা হেসে বলছে 

        আগে বাঁচাও নিজেকে।

সব জানার শেষ কথা- প্রাণে বাঁচা ভাই,

      হানাহানি ভুলে আজ সবে

      সহমর্মিতার হাত মেলাও তাই।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract