STORYMIRROR

Manjula Acharya

Abstract Fantasy Others

3  

Manjula Acharya

Abstract Fantasy Others

মা

মা

1 min
213

মা 

মা, পেয়েছি তোমায় নানা রূপে, নানা ভাবে 

তুমি আছ মোর মনপ্রাণ ভরি ধরায় নভে

তুমি মোর ভোরের আলো, সূর্যের অরুণিমা ।

তুমি আমার সাঁঝের প্রদীপ, আকাশের নীলিমা

তোমার সত্ত্বা ছড়িয়ে আছে ফুলের। সৌরভে

তোমার তুলনা নেই যে কোথাও, অসীম গৌরবে

দেখি যে তোমায় ঘাসের ফুলে, পজাপতির রঙ্গীন ডানায়

তোমার কথা শুনি আমি নদীর গানে, কোকিলের

কুহুতানে

**** ***********************************4

সবুজ প্রান্তর সম অঞ্চল তব

তোমার স্মৃতি জাগায় প্রেরণা নবনব

তুমি যে নীলিমা, তুমি সবুজিমা

তুমি নিহারীকা, তুমি নিরুপমা

তোমার সরলতা , তোমার নীরবতা 

তুমি আমার মনের কথা, তুমি যে আমার প্রাণের ব্যথা

সবুজ ঘাসের ফাঁকে, মচকি হাসা বুনো ফুল

তোমায় পেতে মন মোর হয় আকুল ।।

**************************************

গাছের গহন ছায়া যে তুমি

আমার প্রেমের কাহিনী গো তুমি

মমতার অনাবিল মূরতি তুমি

সবার প্রাণের খুশী যে তুমি

তোমায়। নাই গো তুলনা

তুমি আনমনা, তুমি কল্পনা , মোর মনের আলপনা

আকাশে বাতাসে তোমারই বারতা 

তুমি নবনীতা, তমি যে শুধুই কবিতা ।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract