STORYMIRROR

অনিন্দ্যসুন্দর পাল(অর্ক)

Classics

4  

অনিন্দ্যসুন্দর পাল(অর্ক)

Classics

মা ও ভগবান

মা ও ভগবান

1 min
494

কেউ বলে নি কথা রাখতে হবে

কেউ বলে নি - কথা দিলেই

সে সব ভগবান শোনেন।


তিনিও তো অনেককিছু বলেন

জীর্ণ শরীরে নির্জলা উপোসে

ব্রত করতে হয়,

সকালে উঠে পাঁচালি কিংবা গীতা

এসবও নাকি পড়তে হয়

তিনি বলেন, অনেককিছুই বলেন...


তবুও, ঘরে ঘরে ভেঙে পড়ে প্রতিমার আলো

কেউ জল পায়, কেউ বা দুর্ভিক্ষ

তবুও, সূর্য স্খলিত হয় ঘন রক্ত মাংসে

আজও কেঁপে ওঠে শরীর

যৌনতা , পৈশাচিক, যোনি

এমনকি "কাশ্মীর"ও..


দেখো! ভগবান নাকি নারী

নারী নাকি মা, মা নাকি সৃষ্টি


তবুও ভগবানকে কথা দিতে হয়

কথা দিতেই হয়-


সবাই বলে সৃষ্টি কথা দিলে

ভগবান নাকি সে সব রাখেন

কিন্তু

সবই শোনেন কি আমাদের মায়ের মতোই ?..


Rate this content
Log in

Similar bengali poem from Classics