মা ভালো থেকো
মা ভালো থেকো


সে চলে গেল, চলে গেল সে,
পৃথিবীর আলো দেখা হলো না তার।
জন্মানোর আগে,
যে মায়ের অঙ্গে জড়িয়ে ছিল সে,
যে বাবা তাকে দেখার আগেই,
নিজের সন্তান বলে গর্বে বুক ফোলাত,
দেখা হলো না তাদের কারো সঙ্গেই।
সে আসছে জেনে,
আনন্দে মেতে উঠেছিল যারা,
তাদের কারো চোখে তার যাওয়ার সময়,
ছিল না এক ফোঁটাও জল।
অবাক হলো সে।
আরো অবাক হলো যখন দেখলো,
তার মায়ের চরম লাঞ্ছনা, অবহেলা,
আর শুনলো তাকে হারানোর চিন্তায়,
মায়ের করুণ কান্না।
বুঝলো এবার তাকে যেতে হবে,
বুঝলো মেয়েদের গর্ভে আসলেও,
একটি মেয়ে সন্তান জন্ম দেওয়া মস্ত অন্যায়।
চলে গেল সে, শুধু বলে গেল—
‘মা ভালো থেকো , ভালো থেকো তুমি’।