STORYMIRROR

Sipra Debnath

Abstract Tragedy Action

3  

Sipra Debnath

Abstract Tragedy Action

লক ডাউন

লক ডাউন

1 min
164

****লক ডাউন****

জীবন কাটছিল যখন চলার ছন্দে

ছিলাম না জানি কত আনন্দে

তখন হয়তো বুঝিনি,

ছন্দ হারা আজ সকল জীবন

ছন্দহীন বিশ্ব ভুবন।

দিনরাত কাটছে শঙ্কায়

প্রহর গোনে প্রতিটি প্রাণ দুশ্চিন্তায়

কাটবে কতকাল আর এহেন নিরানন্দে!

গতিহীন ছাত্র জীবন

কবে তারা দেখবে আবার নিজ বিদ্যালয়ের মুখ

কবে শুরু হবে গতিময় পঠনপাঠন আগের মতন

কবে দেখব আবার কচিকাঁচাদের সেই হাসিমুখ

কবে ফিরে পাবে তাদের হারানো সে সুখ?

যারা ছোটো খাটো দোকানদার

রোজ বেচাকেনা করে চলতো তাদের সংসার

কতদিন হলো বন্ধ তাদের দোকান পাট

বন্ধ তাদের রোজগার

এভাবে আর কতদিন চলে 

কে নেবে তাদের পেটের ভার?

 নুন আনতে পান্তা ফুরায় এমনিতেই তাদের

 এখন কেমন দুরবস্থায় দিনযাপন করছে ওরা

 প্রয়োজন বোধ করেছে কি কেউ 

 তাদের খোঁজ রাখার?

 দায়িত্ব কেউ নিয়েছে কি তাদের কথা ভাবার!

 ভাবছে সে যার নিজের পেটের 

 দুমুঠো অন্নের নেই জোগাড়

 ভেবেছে কি কেউ সে কত অসহায়?

তাদের ঘরের শিশুদের কথা 

ভেবেছে কি কেউ একবার?

বড়দের ওতো পেট আছে বৈকি

তাদেরও তো খিদে পায়,

বলে যদি দেয় কেউ 

তারা কি এখন করবে উপায়?

পড়সীর ঘরে লাগলে আগুন

তাপ তো লাগবেই নিজের ও বাসায়

এরকম আছেই কথায়,

কার পাপে কে ভোগে বোঝা বড় দায়

কিছু ভাল্লাগেনা বাপু

ইঁদুর যখন পেটে দৌড়ায়।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract