"ক্ষুদার্ত হৃদয়"
"ক্ষুদার্ত হৃদয়"
কনকনে ঠান্ডায় নির্ঘুম চোখে মেয়েটি বসে একা,
মধ্যরাতে নিস্তব্ধ শহরে চারিপাশে সব ফাঁকা।
সংকল্প বেধেছে করে দেখাবেই সে দূর করেছে ভয়,
আত্মবিশ্বাসী মনে যে তার স্বপ্ন পূরণের জয়।
ক্ষুদার্ত হৃদয়ে পাগলামি তার জেদ জেগেছে মনে,
আসুক বাধা ধৈর্য না হারিয়ে ইচ্ছের কথা শোনে।
