ক্ষত
ক্ষত


মনে মনে তোমায় আমি,
আমার তিনতলার দুঃখ থেকে
মাঝেমধ্যে ছুঁড়ে ফেলি-
পাশের বাড়ির সদ্যোজাত মায়ের দিকে।
একের পর এক যুক্তাক্ষর বেয়ে;
আমার পুনর্জন্ম পুনঃনিরীক্ষণ।
তোমার সম্ভাবনায় গর্ভপাতের ভয়!
আমার আবির্ভাবের নিশ্চিত সম্ভাষে-
তোমায় আগলে রাখি বিপর্যস্ত মূলে।
তখন আমি বিনষ্ট হই,রক্তভাঁজে প্রেম !
তোমার জন্মাবধি সমস্ত অভিশাপ,
আমার জন্মতিথির শাঁখের ভিতর রাখি!
আমি তখন অকালমৃত বিচ্ছিন্ন জল;
এবং তুমি ভূমিষ্ঠ হও,আমি অর্ধমৃত।
নিষ্পলক ছুঁই তোমায়,ভোরের পাশে দেখি-
আমরা দুজন জরাসন্ধ ক্ষয়!