ত্রিকোণ
ত্রিকোণ
১
হাতের পাতার একপাশে থাকে কান্না
অন্য পাশে বেঁচে থাকা।
আমার দুহাতে সেই কবে থেকে প্লাস্টার করা আছে!
২
কবি সম্মেলনে সেদিন তোমায় দেখলাম ।
এর আগেও দেখেছি কাব্যের নানা ম্যাপে ।
তোমায় শুনেছি বুদ্ধিমান পাঠকের বিতর্কসভায়।
আমি লেখা ছেড়েছি বহুবছর;
আমার অটোগ্রাফের শেষে তোমার শব্দটা জুড়লো না বলে!
৩
সবজি কাটতে গিয়ে আঙুল পুড়েছে!
রান্না চড়েনি আজ তেমন ।
পাড়ার আদুরে কুকুর ভুলুর সঙ্গে ভাগ করে খেলাম ফ্যান ।
টেবিলে রাখা আছে গরম ভাত, হলুদ গোলাপ,ছুরি।
রাতে তোমার সঙ্গে খাবো!
