STORYMIRROR

Moupiya Mukherjee

Abstract Tragedy Fantasy

3  

Moupiya Mukherjee

Abstract Tragedy Fantasy

প্রশ্রয়

প্রশ্রয়

1 min
121

এখনও আমার পা'য় দুজনের পথঘাট

জোড়া কোন ধানক্ষেত শিশিরের ক্ষত নেই

তোমাকে দেখার ভুল দুচোখের বিশ্বাস

আমাদের শেষবার হ্যালোজেন আলাপেই!

ভিতরে সামুদ্রিক অন্তর সাময়িক

যেন তার আঁচলেও দু-হাতের নুন জল

বাঁ-পাশের রিংটোন বয়সের ওষধি

তারাদের ইতিহাস আকাশের সম্বল!

আর সেই বিকেলের অহেতুক বাসনায়

পলাশের আশ্রয় সহচর উজানে

অস্তে আমায় কার পরিচয় শোনালে

রোদ্দুর মরে যায় শহরের বিহানে!

তোমাকে আচমকা মৃতদের প্রশ্রয়

যেখানে আগুন নেই নদীরাও জ্বলতো

ফিরব হাজারবার তোমাকেই ফেরাতে

অন্তে চমৎকার সমাধি অনন্ত!


Rate this content
Log in

Similar bengali poem from Abstract