STORYMIRROR

Moupiya Mukherjee

Abstract Fantasy Others

3  

Moupiya Mukherjee

Abstract Fantasy Others

জল

জল

1 min
178


অমন করেই আগলে রাখিস ওকে,

বৃষ্টি কিংবা দুর্গাপুজোর রাতে;

মনবদলের সাইকোলজিক চিঠি,

সম্মতি আর খেয়ালখুশি 'না'তে!

"এমনি করেই যায় যদি দিন",যাবে?

ভীষণ রকম বদলে যেতেই রাজি।

লাইফ-টাইম বিপন্নতা ছেড়ে

চল্ না দুজন দখলদারি সাজি!

ইচ্ছে হলেই মেঘপিওনের বাড়ি,

তোর বাড়ি আর আমার বাড়ির যোগে-

বিয়োগ হলো জবরদখল ভিটে,

ওষুধ ফুরোয় রক্তজমাট রোগে।

তোর ওপাশে ওকেই মানায় বুঝি?

ভাবলি কেন আমার হৃদয় খালি!

ফিরতি পথে গোলমেলে কৈশোরে

তুই আর আমি ব্রোকেন ডি-হার্ট জ্বালি!

ঠিক এভাবেই জন্মদিনে ওকে

সান্ত্বনা দিস আজন্ম সংসারে;

বললি সেদিন,"কান্না পেলে ডাকিস",

শুনতে পেলি? ডাকছি বিষোদগারে!

মূল অভিনয় চরিত্র সন্দেহে,

ত্রিকোণ বলে আদৌ হয় না কিছু!

একজোড়া মন সমাপতন জানে,

তৃতীয় সব কাল্পনিকের পিছু।

ডুয়েট ছিলো?গাইতে জানিস নাকি!

তখন নেহাত দু-এক কলি ভুলে-

থমকে যেতিস বাদবাকিটা আমি-ই,

যুক্ত হতাম সুরাগ্ৰ শ্বাসমূলে!

এগোই এবার, দরজাটা দিস এসে!

সামলে হাঁটিস 'মর্ডান লাভ'এর ট্রয়ে;

'ওল্ড ফ্যাশনের' নিখাদ সমস্বরে

বাঁচবো দেখিস জীবাশ্ম কনভয়ে!



Rate this content
Log in

Similar bengali poem from Abstract