STORYMIRROR

Moupiya Mukherjee

Abstract Fantasy Others

3  

Moupiya Mukherjee

Abstract Fantasy Others

ভ্রম

ভ্রম

1 min
136


অকাল মেঘে বন্দি আছো সমস্তদিন,

মনের ভেতর কেউ ছিলো না অমন করে-

এখন আমার হৃদয়পুরে কালশিটে লাল,

তোমার ছায়ায় ঈশ্বরও যে তফাৎ সরে!

জীবন আমার, দুঃখটুকু সঙ্গে নেবে?

কালশিটে নয়!প্রেমের ভুলে দুহাত ভিজে!

একটু শুধু ভিজবো বলেই জুড়ছি নদী;

তোমার রাতে যুগ্ম চেয়ে শমন নিজে!

ঠিক যেভাবে ফিরতি পথে থামলে না আর

আমার ভেতর শ্মশান ফেরত লোহার বেড়ি

বুকের কাছে ত্রিভুজ সেতুর রহস্যভেদ;

তোমার এমন স্থির সময়ে আমার দেরী!

এখন আমার গ্ৰীষ্ম ভিজে,মাসিক বাদল

সত্যি বলো,এমন করে বদলানো যায়?

ভাঙছিলো প্রেম,ঠিক যেভাবে আগুন ভাঙে,

ধারালো হাত তোমার শিরায় রক্ত থামায়!

কেমন করে ফিরবো বলো তোমায় নিয়ে!

অহংকারেও টানবে তুমি বিদায় ক্ষত-

কিন্তু এবার ফেরার পথে সামনে আমি

হারাও তুমি ঠিক সেদিনের 'আমি'র মতো!




Rate this content
Log in

Similar bengali poem from Abstract