ক্ষমা করো
ক্ষমা করো


ক্ষমা করলে তোমার দেহে
এক সুখী রস ক্ষরিত হয় ---
ক্ষমার রসায়নে ---
ঘুম হয় ফুলের মতো স্বপ্ন ভরা,
মনের চাপ ক'মে
মন টুনটুনি পাখির মতো
সবুজের গায়ে গায়ে
তুরুক তুরুক লাফায়,
আর কল কল কথা কয়।
রক্তের চাপ ---
ভারসাম্যের অনুকূলে প্রবাহিত হয়।
ব্যথা বেদনার জায়গা গুলো হাসে,
আর বুড়িয়ে যাওয়ার লয় বিলম্বিত হয়।
ক্ষমার রসায়নে ---
মুমূর্ষু কোনো সম্পর্কে কচি পাতা গজায়,
আর কাজের মাঝে
সুরে সুরে বাজে নব যৌবনের আনন্দ।
প্রতিহিংসার আগুন ---
তোমাকে পোড়ায় প্রতি রাতে,
প্রাণরস একটু একটু করে
চুসে খায় সারাক্ষণ।
আমি চাই ---
তুমি ক্ষমার নদীতে অবগাহন করো।