করোনা যাও
করোনা যাও


এসেছে লড়াই , তারপর মন্বন্তর ,
সবাই এক হয়ে তারপর রোধ করেছি ;
এইবারে প্রথম কোনো ভাইরাস
আলাদা হয়ে দমন করে চলেছি ।
শূন্য পথে , লোকেরা কতিপয় ,
জরুরী না হলে রাস্তায় লোক দেখা না যায় ,
কে জানে এভাবে চলবে কতদিন !
মরি হায় মরি হায় , হায় হায় !
হাতেতে সাবান ২০ টা সেকেণ্ড
ধৈর্য্য ধরে ধরে ঠিক করে মেখে ধুয়ে নাও ,
একদিন ঠিকই বলবে তুমি জেনো
করোনা যাও , ফিরে যাও , ফিরে যাও ।
অনেক প্রাণ গেছে যে অকালে ,
আর তো বোকামি আমাদের করা সাজে না ,
এবারে সজাগ যেন তুমি থেকে
বলো " যাও করোনা ফিরে যাও । "