কলকাতা
কলকাতা
আমার শহর কলকাতা যেখানে
গড়ে উঠেছে বহু আকাশচুম্বী বিশাল অট্টালিকা ,
তারই পাশে পায়ে চলার রাস্তার ধারে ,
ত্রিপলের ছাউনির , পাবিরে দেখা।
মাটির তলা দিয়ে চলে মেট্রো রেল
হয়েছে শান চকচকে বড় রাস্তা ,
তার সাথে লড়াই করে চলছে
মানুষের টানা হাত রিক্সা।
আছে কত বাতানুকূল রেঁস্তোরা
খাচ্ছে বসে কাটলেট , মোগলাই ,
আবার পথের ধারে কয়লার উনুনে
ভাজছে বসে চাওমিন , ফিসফ্রাই।
বড় বড় হোটেলে খেয়ে মানুষ ,
দাম দিচ্ছে হাজার হাজার টাকার বিল ,
আবার পথের পাশে ত্রিপলের হোটেলে ,
পাওয়া যায় পনেরো-কুড়ি টাকার মিল।
আলো আর কাচ দিয়ে ঘেরা
বিশাল বিশাল বিপনী ,
আবার ফুটপাতের উপর হকার পসরা ---
ফেলেছে , জামা-প্যান্ট , আয়না-চিরুনী।
কেউবা আবার মদের পানশালায়
উড়ায় হাজার হাজার টাকা ,
সেখানে পথের ধারে হাত পেতে ---
বসে ভিক্ষুক , পাবি তারও দেখা।
ঘুরবি ফিরবি দেখবি যত
হাসবি তত মনে মনে ,
আমার শহর তিলোত্তমা কলকাতা সেজেছে
নানা জাতির সমন্বয়ে ।
