খোয়ানো
খোয়ানো
1 min
218
হৃদয়দেবতারে দিয়েছি ফাঁকি মোহের সাগরে ডুবে,
তাইতো আর শান্তি মিলে না, জাগে না ভাগ্যদেবী পুবে।
যে প্রদীপ আপনিই জ্বলে আলো বিলাত কোমল,
নিজ দোষের পর্বতে চড়ে হারিয়েছি সে সম্পদ দৈবী বিমল।
যে গাছ ফুল-ফলে থাকত ভরে বারোমাস যতনে,
ঘুণে ধরেছে তায় আজি লোভময় পথ মন্থনে।
জীবনের শত আলোর বাসর-স্বপ্ন-আশা-মানবতা
ধূলায় গড়াগড়ি দিয়ে বলে, "হে শিশু, পেয়েও হারালে সারবত্তা।"