অমর
অমর
আলোয় ধরো তোমার মনটাকে
যত বিষ আছে মনে ঝেরে ফেলো আজিকে।
প্রজাত ভালবাসা উন্মিষিত করে
বিলিয়ে দাও মানব জাতির সমৃদ্ধির তরে।
মনে করো নাকো তুমি ক্ষণিকের তরে
তোমার জীবন তুচ্ছ এ জগৎ সংসারে।
তুমিও পারবে মহৎ কাজে প্রবৃত্ত হতে
(পরে) সোনার খাতায় তোমার নাম লেখা রবে।