STORYMIRROR

SOURAV Chakraborty

Abstract Fantasy Others

3  

SOURAV Chakraborty

Abstract Fantasy Others

খেয়াল রাজ

খেয়াল রাজ

1 min
113

আমায় তুমি করবে খাটো

চাওয়া শুধু কি এইটুকু ,,

তুমি তবে তা করো

 যত কুশি পারো ,,

আমার কিছু বলার নেই

আমার কিছু দোষার নেই ,,

অতলে আমায় গেড়ে

তুমি যাবে কি আকাশে উড়ে,,

তবে যাও 

দেখি যাও,,

তবে যাচ্ছ নাযে 

ওহো! লুকিও না লাজে,,

আপনারে করতে মহান

করো আপনারই জয় গান ,,

তাতেই যদি স্বস্তি তোমার

হায় ওরে হায় তো শান্তি আমার ,,

তোমার মিছে বড়াই,খেদো ভরং 

শুনবো গুজব, সহইব যে ঢং,,

তোমার আপন দেশে তুমিই রাজা

সব লুটেপুটে পাচ্ছো মজা ,,

তোমার আপন খেয়ালে 

আপনিই বাঁধলে 

আপন জীবন ধারা

তুমি আপনি সেধে, আপনি রেধে

আপনি গেয়ে, অমনি খেয়ে

ফেললে গিয়ে আপনারই সারা,,



Rate this content
Log in

Similar bengali poem from Abstract