STORYMIRROR

Sipra Debnath

Abstract Inspirational

3  

Sipra Debnath

Abstract Inspirational

কবিতা

কবিতা

1 min
128


কবিতা চেতনার অগ্রদূত

কবিতা কবির ভালোবাসা 

কবিতা মনের আবেগ

কবিতায় বলতে পারি সুখ-দুঃখ

স্নেহ মায়া-মমতা ভালোবাসার কথা

কবিতায় বলতে পারি প্রেমের কথা

আমার জন্য কবিতায় বলা যায়

বিরহের কথা ত্যাগের কথা

মিলনের কথা।

কবিতা মনের আরসি

কবিতা নিজের স্বরূপ দর্শন করায়

কবিতায় সমাজব্যবস্থা রাজনৈতিক অবস্থা

আর্থিক অবস্থা, সংকট আনন্দ 

সবকিছু উপস্থাপনা করা যায় 

কবিতা দুটো মনের মিলন সেতু

কবিতা গোটা বিশ্বকে জুড়ে এক করে দেয়

কবিতা সাত রংয়ের রংধনু 

কবিতা মানে স্বচ্ছতা শুদ্ধতা পবিত্রতা 

কবিতায় বিশ্ব জয় করা যায়।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract