কবিতা-বন্দী
কবিতা-বন্দী


মন হল আজ চঞ্চল যেন উথাল -পাতাল যমুনা ...
মনে হয় ঢেউয়ের সাথে মিশে গিয়ে পেরোই সীমানা।
বাহারের মিষ্টি সুবাস দোলা দেয় শুধু মনের বাগিচায় ..
কুহু কেকার সুরের মতো সোহাগের আতর গায়েতে মাখায় !
ফাগুনের রঙ ধরেছে নামী দামী কত ফুলে ..
দোষ কেন হয় গো বলো লাল রঙ ধরলে শিমুলে !
বিজলী কি খেলে শুধু ওই আকাশেরই মেঘে?
চেয়ে দেখো আমায় তুমি বিজলীর ঝিলিক কেমন এ দু'চোখে ...
পোড়ামন কেঁদেই গেল পেল না সে ভালোবাসা ??
হায় !! বুকেতে আপন করে বেঁধেছিল বাহুডোরে ---ফাঁকি দিয়ে চলে গেল বন্দী মনে তাই শুধুই নিরাশা ।