#ছবিতে লেখা কবিতা---রঙবাহার
#ছবিতে লেখা কবিতা---রঙবাহার
লাল,নীল ,হলদে একঝাঁক প্রজাপতি উড়ে এসে জুড়ে বসেছে ফুলে ..
এলো ওই ফাগুন ,লেগেছে তাই রঙের আগুন ..
খসে পরা শুকনো পাতার শনশন শব্দ বাতাসে যে বয়ে চলে ।
ঘুমচোখ খুলে দীপুটার মন বসেনা পড়াতে ,অঙ্কতে বড় ভয় মন আছে শুধু দুষ্টুমিতে ।
দোল দোল ওই বাজছে মাদল,ওই দেখা যায় কচিকাঁচাদের দঙ্গল ।
এক ছুট্টে দীপুটাও সেখানে হাজির ,আজ স্কুল যাবেনা করেছে সে স্থির ।
খোঁজ খোঁজ কোথা গেল ছেলেটা !পরনে হাফ প্যান্ট গায়ে নেই জামাটা ...
ঠাকুমার হাঁকডাকে কান ঝালাপালা,সকাল গড়িয়ে হল যে দুপুর বেলা !
হঠাৎ পায়ের শব্দ পেয়ে,ঠাকুমা দেখলো এদিক ওদিক চেয়ে ।
সদর দরজার আড়ালে রঙমাখা কার যেন কচিমুখ !!অবাক চোখের দৃষ্টিতে দীপুর রঙীন হাসিমুখ ।
হাওয়ায় হাওয়ায় দোলে বাঁশেরই বন ,বসন্তের ডাকে জেগেছে প্রকৃতি -----রঙ্গীন হয়েছে সকলের মন।