STORYMIRROR

Juthika Saha

Abstract Romance

2  

Juthika Saha

Abstract Romance

নবআনন্দে জাগো

নবআনন্দে জাগো

1 min
227

জীবন বয়ে চলে পালের স্রোতের মতো ..

এ জীবন সার্থক হয় অন্তরের ভালোবাসায়,মুছে যায় সব ক্ষত ..

ভালোবাসার থেকেও বড় তার অপেক্ষায় থাকা ..

অসহায় মানুষের কথা ভেবে তাদের মনে রাখা ..

তাদের প্রানখোলা মুখের হাসিতে ভরে যে মন ..

ঘুচে যায় মনের গ্লানি অন্তরাত্মার সাথে হয় ঈশ্বরের আলিঙ্গন ..

ফাগুয়ার রঙ লেগেছে ওই ফুলের বনে বনে ..

হাতের আবীর উড়িয়ে দিয়ে রঙ জেগেছে মানুষের মনেরই কোণে ...

কুহু কেকার মিষ্টি সুরে রিনিক্ ঝিনিক্ মনের নূপুর বাজে ..

সব অভিমান ভুলে মানবচিত্তের আঙিনা ভরে উঠুক রঙ্গীন সাজে ।

হৃদমাঝে আলোকিত হোক জ্ঞানের আলো ,বিকশিত হোক মন ..

ভেদাভেদ ছিন্ন করে চিরবসন্তের একমুঠো আবীরের সাথে একাত্ম হোক সর্বজন ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract