কবিগুরু
কবিগুরু

1 min

491
শ্রাবনধারা অঝোর ধারায়,
ঝরঝর ঝরছে।
মেঘলা দিনে একলা বসে,
তোমায় মনে পড়ছে।
পড়ছে মনে তোমার লেখা,
তোমার সকল সৃষ্টি।
অশ্রুধারায় ঝাপসা হলো,
আমার চোখের দৃষ্টি।
এ যে আমার প্রতিক্ষণের,
সুখ দুঃখের সাথী।
এদের সাথে নিয়ে আমার,
কাটে দিবস রাতি।
আজকে তুমি নেইগো বেঁচে,
তবু কোথাও আছো।
তোমার সৃষ্টি তোমার লেখায়,
মনের মাঝে আছো।
কবিগুরু তোমার পায়ে,
আমার প্রনাম জানাই।
তোমাকে আর তোমার সৃষ্টিকে,
যেন বারবার ফিরে পাই।