কৌটো রহস্য
কৌটো রহস্য


দেশ কাঁপে আজ দ্বেষে,
দেশের প্রতি কোণ হায়...
পূর্ণ বিদ্বেষী বাষ্প বিষে।
মানবিকতার ধ্বংসস্তুপে
যত প্রাগৈতিহাসিকের দল
বেমানান আধুনিক বেশে।
ডাইনোসরেরা হয়েছে বিলীন
রয়ে গেছে আগ্রাসী অভ্যাস
অবিবেচনার মোড়কে নীতিহীন।
অচল জনেরা অন্যায়ের গতিতে
সামিল না হওয়ার শপথ নিয়ে
অক্ষম দুর্নীতিতে গলা মেলাতে।
কৌটোতে এখন রাখা হয়না মধু
সুস্বাদু বা পেট ভরানো খাবার
কৌটোরা ভর্তি বোমা পেটে শুধু।