কাশফুল ও নদীর গল্প
কাশফুল ও নদীর গল্প
এমন এমন ছন্দ আসে মনে অল্প অল্প,
তার মাঝেই আছে কোথাও
"কাশফুল ও নদীর গল্প"।
সেরা ছন্দে স্বরচিত হলে তবে বেশ,
সবুজ পরীর মাথায় থাকে সাদা সাদা কেশ।
বাতাস এলে যায় দুলে তার
ঘাড় বাঁকা হয়,
সকলে এক সাথে যেনো
নৃত্য করে যায়।
সাদা কেশ ভারী সুন্দর
দেখতে লাগে তখন,
দেখতে তাদের দল বেধে আসে
সকাল বিকাল কখন।
এসে তারা সাদা পরীর সাথে
ফটোসেশানে যায় মেতে,
কেউ কেউ যায় আবার
নদীর তল্লাটে ।
নৌকায় চড়ে ভেসে যায়
দূর বহুদূর,
এপার থেকে ওপার তাকাতে
লাগে কিছুদূর।
কাশফুল আর নদী যখন
পাশাপাশি থাকে,
সন্ধি পাতে দুজন তখন
দুলে তালে রাতে।
