কালের বুকে
কালের বুকে


সময় ছুঁয়ে চলছি মোরা কালের বুকে লীন,
দুঃখ সুখের মিলন বন্দী বাজায় এসে বিন।
খেলার ঘরে প্রদীপ জ্বলে আলোর সাথে সাথ,
মুচকি হেসে আঁধার লুকায় পালিয়ে যায় রাত।
সাতটি সাগর জড়ো করি তোমার হাতে হাত,
রূপ নগর জ্বলছে দেখো মাটির ঘরে চাঁদ।
ফুলকে বলি অলির বুকে দিও তুমি মন,
জীবন জুড়ে জীবন কথা চলবে অণু ক্ষণ।
এখন নদী শূন্য ভীষণ রুক্ষ আগুন জ্বলে,
দহন নিয়ে দেই ভরে পুণ্য ধরা তলে।
বিনাশ আসে চোখ ছুঁয়ে হৃদয় ভরে বিষ,
বাজে তোমার প্রলয় নাগের কঠিন কঠোর শিষ।