কাদম্বরী'র সুইসাইড-নোট
কাদম্বরী'র সুইসাইড-নোট


১.
এখানে মন খারাপ হয়
বৃষ্টিতেও ভিজে যায় গলা
চতুর্দিক আলতো করে ঝরে গেলে গালে
গণিত মেলে না, নদীও ঘামতে থাকে অনায়াসে!
২.
আমারও একটাই শরীর,
দুটো আত্মা এসে দু'মুঠো ভাত দিলে
ক্ষুদ্রান্ত "ম্যাকবেথ" বোঝে না, বোঝে ওই
রোমিও-জুলিয়েট'ও সংগোপনে
ওই জোড়াসাঁকো-য়ে অমিত-লাবণ্যের সাথেই হাঁটে!
৩.
ভুল বুঝছো! কেউ কিছুই বলে নি
আদৌ কেউ-কি কিছু বলে?
রাতের আকাশে চোখে ভিড় করে এলে তারা
পৃথিবী থেকে চাঁদের দূরত্ব অনেক কম মনে হয়,
তখনই মনে হয় - কাল যে জোড়াসাঁকোয়ে
যাওয়ার কথা হয়েছে!
সেখানে নিশ্চই "রবি" না থাক
হয়তো শেক্সপিয়ার কানে কানে ঠিক বলে দেবেন
কাদম্বরীর আসল "সুইসাইড নোট".. !