STORYMIRROR

Rashmi Bhattacherjee

Romance Tragedy Fantasy

3  

Rashmi Bhattacherjee

Romance Tragedy Fantasy

জীর্ন প্রেম

জীর্ন প্রেম

1 min
295

এক আকাশ ভালোবাসা তব পদ্মাভ ঠোঁটের স্বপ্নে আঁকা অব্যক্ত থেকে যাবে, 

তুমি আপনি না এলে সে কাব্য সংকলন অপ্রকাশিত রয়ে যাবে। 

তবে তুমি যদি চাও, নোনা বালিরাশি হবে মোর চিরসাথী, 

রেললাইনের ধারে আগাছাগুলোও যে তোমার প্রেয়সী, 

ঝিলের ধারে পরিযায়ী বিহঙ্গের সভাও খোঁজে

তোমারে,

রবীন্দ্র নজরুলও মিলেমিশে একাকার তোমারই কথার সুরে। 

দেখতে চায় যে বারবার মন, সারল্য মাখা মুখখানি, 

বর্ষিবে প্রেম অশ্রুধারায় প্রত্যাখ্যানের নিয়ে গ্লানি। 

ডেকেছি অযাচিত আপনের মতো কতবারই তোমায়, 

আসতে না চেয়েও এসেছ নাথ, পেয়েও মরেছি হারাবার ভয়ে। 

প্রেমাঞ্জলি দিয়ে শ্রীচরণে , ডুবে গেছি তব অক্ষি সাগরে। 

গভীরতার খেই পাই নি প্রিয়, রেখেছি ধরে হৃদ মাঝারে।

তোমার কন্ঠ সুমধুর অতি, না শুনলে যায় দিন বৃথা। 

নবীন প্রভাতে তব আলো মেখে, শুধু তুমি আমি বলব কথা।

কাব্যিক ভাষাও কম পড়ে যাবে সেই সুখের স্মৃতি বর্ণনাতে, 

কল্পকথার রাজা হয়ে আছো, কাটে দিবানিশি তব ভাবনাতে। 

প্রেমের কুটিরে রাখব তোমারে শিমুলের মালা পড়াব গলে, 

প্রজাপতির ডানায় রঙ ছড়িয়ে সোহাগে ভাসাব ছলে বলে। 

শুষ্ক গোলাপের পাতা যদি হই ঠাঁই দিও তব বক্ষগহ্বরে, 

স্টেশনের ধারে গঙ্গার পাড়ে বেঁধে রেখো মোরে তব বাহুডোরে। 

তুমি ছাড়া নেই কোনো ঠিকানা, প্রেম ছাড়া কবি শব্দ গাঁথে না। 

বিরহ বেদনা গোপনে রাখব, দাবি কোনো কিছু করব না। 


Rate this content
Log in

Similar bengali poem from Romance