STORYMIRROR

Rashmi Bhattacherjee

Romance Inspirational

3  

Rashmi Bhattacherjee

Romance Inspirational

আত্মার আত্মীয়

আত্মার আত্মীয়

1 min
190

আহা! কি তুমি দেখালে, 

প্রথম আলাপে মোর, মন কেড়ে নিলে! 

বদ্ধ অবাধ্য এ নিদ্রিত মন, 

তোমার পরশে হল সজাগ এখন। 

উত্তাল উচ্ছ্বাসি মন মোর তাই, 

বাঁধ ভেঙে দূরে কত ছুটে ছুটে যায়। 

তোমারে চিনতে মোর ভুলটা কোথায়, 

ভগবান দূত হয়ে এসেছো ধরায়। 

বাহ্যটি সুন্দর,অন্তরও মধুসম। 

আন্তরিকতা তুমি,হৃদয় লালন করো। 

স্বচ্ছ হৃদয় আমি যা দেখতে পাই, 

তার থেকে বেশি কিছু বলার যে নাই। 

তোমার কথা আমি সবারে বিলাই, 

পান্ডিত্য অসীম, তবু করো না বড়াই।

মুহুর্তে মুহুর্তে গড়ে ওঠা একদিন, 

তার সাথে তোমারই তো আভাস বিলীন। 

সৎ পরিশ্রমী তুমি উজ্জ্বল ব্যাক্তিত্ব, 

মানবের মাঝে আছো হয়ে নক্ষত্র। 

অষ্টমীর চাঁদ হয়ে হাসছো আকাশে, 

হাতের রেখায় তব চিত্র যে ভাসে। 

পাহাড়ি বন্যা হয়ে ঝরে পড়ো খাদে, 

প্রেমালাপে তবু বড় সংকোচ লাগে। 

বুকের চৌরাস্তা ধরে করো চলাচল, 

নয়নযুগল পদ্মের ন্যায়, হাসি নির্মল। 

বক্ষপিঞ্জরে সখা দিও মোরে ঠাঁই, 

তব প্রেম মন্দিরে যোগী হতে চাই। 

ত্রিভুবনে জন্মালে খুঁজে নিও মোরে

মিলে যাব দুজনেতে আত্মসঙ্গী হয়ে। 



Rate this content
Log in

Similar bengali poem from Romance