জোছনার আলিঙ্গনে
জোছনার আলিঙ্গনে
দুই পাহাড়ের মাঝে সেই ছোট্ট শহরে
জোনাকীরা রাতভোর আলো জ্বালিয়ে চলে,
নেই কোনো বাধা সেথা তোমাতে আমাতে
দূরত্ব মুছে যায় মোহময় প্রেমের পরশে।
ইন্দুর আলো সেথা বশীকরণ জানে
আঁখির গভীরতা মোরে শুধুই যে টানে,
ঢুলুঢুলু চোখে তব জ্যোৎস্নাসিক্ত ললাটে
এঁকে যাই ভালোবাসা মায়াবী সে রাতে।
তব পানে চেয়ে ভুলি আপনাকে যত
নীরবে অন্তরে মোর গভীর যে ক্ষত,
আকাশ-কুসুম আর পিছুটান ভুলে
এসেছিলে মোর সাথে ঘর বাঁধবে বলে।
তোমায় হৃদয় সদা রেখেছি যতনে
প্রেম নিবেদন করেছি যে মনে মনে,
জোছনার আলো ওই পত্রের ভাঁজে
দূরে যেতে মোর বড় কষ্ট যে লাগে।
এসো আজ রাতে মোরা বর-বধূ সাজে
মিলে যাই দুইজনে বাধা নেই মাঝে,
ওষ্ঠের হাসি দেখে পড়ি প্রেম ফাঁদে
অলীক সুখের টান মোদের যে বাঁধে।
তব স্পর্শে তন্ময় প্রাণ তব ঠিকানাতে
হৃদপিন্ডের ওঠানামার হিসাব নাই হাতে,
প্রণয়সুরে বাঁধা তব হৃদয় আঙিনাতে
গেয়ে যাই গান সেই চন্দ্রিমা রাতে।।

