STORYMIRROR

Rashmita Das

Romance

4  

Rashmita Das

Romance

এসো

এসো

1 min
360

---এসো---

কলমে-রশ্মিতা দাস

তারিখ-১৮.১১.২০২২


মনের কপাট রুদ্ধ আজি

পূর্ণিমার আকাশে,

চাঁদের আরশি প্রত্যাখ্যাত

ব্যর্থ সব প্রয়াসে।


সরিয়ে নিলেম আঁখিদুটি মোর

জোনাকির মায়া হতে,

ভ্রমরেরা ছুঁতে হবে অপারগ

ফিরে যাবে খালি হাতে।


পায়রার ঠোঁটে লাখো অভিলাষ 

যত বেঁধে দেবে সাঁঝে,

পরিহার তার হবে মালাহার

ব্যর্থ প্রেমের লাজে।


জ্যোৎস্না মায়ার আলগা বুননে

যাব না সে অভিসারে,

বাতাসের ধ্বনি আর ধরাবে না

ভাঙন হৃদয় নীড়ে।


খুলতে চাও এ রুদ্ধ কপাট?

আজি ঝড় হয়ে এসো,

বাউল বাতাসে তোলা ঝঙ্কার,

নৃত্যের তালে মেশো।


প্রলয় তুলে কালবৈশাখী

মেঘেতে বারিষ আনো,

ভেজাও,নেভাও অশ্রু-আগুন

প্রলয়ে বজ্র হানো।


দ্বিধার পাহাড়ে ধরিয়ে ফাটল

হৃদয়-গোমুখ খোলো,

গঙ্গার স্রোতে বেঁধে মোর হিয়া

অমৃতসুধা ঢালো...


জাতপাত কূল আর বৈভব

যত আছে বাধা,বেড়ি

প্রেমের এ হোলিতে করো ন্যাড়াপোড়া,

ভগ্নস্তূপের সারি...


নিক্ষেপ করে সাগরের জলে

দাও গো দুহাত ভরে,

শাশ্বত করস্পর্শ তোমার

আমার হাতের করে...


Rate this content
Log in

Similar bengali poem from Romance