চুমু
চুমু
চুমু যখন দেওয়া হয়,
মন ও শরীর সুখে ঝড়ে পড়ায়।
স্নেহ ও ভালবাসা প্রকাশ,
চুমুর মাধ্যমে হয় ব্যাখ্যা।
আলিঙ্গন করে আপন প্রিয়,
আমি স্বাধীন বন্ধুর প্রতিষ্ঠা যতই।
চুমুর মাধ্যমে একটু ভালবাসা,
স্পর্শ হয় দেহে মধুর ছবি।
চুমু নিয়ে আমাদের ভালোবাসা বড়,
এটি প্রকাশ করে একটি চমকপূর্ণ কথা।
প্রাণে প্রাণ দিয়ে সংলগ্ন হয়ে,
চুমু দিয়ে সৃষ্টি করে নতুন ছবি।
চুমু খাওয়া সুখের একটি ক্রিয়া,
মনে রাখবে সবার মন পূর্ণিমা।
চুমু দিয়ে শক্তি পাব আমরা,
ভালোবাসা ছড়িয়ে যাবো সবার পাশে।

