সুখ ও প্রেম
সুখ ও প্রেম


১
আমাকে চলে যেতে বোলো না , তুমি বরং আর কিছুক্ষণ থেমে যাও । আকাশে মেঘ করেছে ।
মেঘের ওজন ভীষণ , বয়ে যেতে কষ্ট হয় ।
কষ্ট হয় তোমার কাছে থেকেও তোমায় কাছে না পেয়ে
আমাকে আরও কিছুটা কষ্ট জমিয়ে নিতে দাও
আরো কিছুটা সময় থেমে যাও আমার কাছে ।
২
বেড়ালের ধূসর চোখের মতো কুয়াশা জমেছে চারিদিক । কয়েকটা সাদা বক খুঁটে খুঁটে খুঁজে নিচ্ছে সুখ , সংসারী হয়ে উঠেছে বাউন্ডুলে ছেলেটা । কিছুটা সময় সে পেয়েছিলো নিজেকে গুছিয়ে নেবার , সেই সময়টুকু সবাই পায় না । সবাই সংসারী হতে পারে না , বাউন্ডুলে হতে গেলে সাহস লাগে । সুখ পেতে
হলে ভয় পেতে হয় । হারিয়ে ফেলার ভয় । কাছে না পাবার ভয় । দুঃখ পাবার ভয় । আজকাল সবাই একটু বেশিই সুখী । যার সাহস আছে সে বেশি সুখ সহ্য করতে পারে না ।
৩
আর কিছুক্ষন আমাকে বসতে দাও বোষ্টমীর দুয়ারে । মাটির এমন গন্ধ বহুদিন পাইনি ।
স্নান সেরে বোষ্টমী ফিরে আসুক কলসী কাঁকে
তার ভেজা চুল ছড়িয়ে দিক দেহের স্নিগ্ধতা বাতাসের পরতে পরতে ।
ভিজে কাপড়ে বৃষ্টি নামুক অভিমানী মেঘ ভেঙে ।
মেঘের ওজন ভীষণ , বয়ে যেতে কষ্ট হয় ।
কষ্ট হয় তার কাছে থেকেও তাকে কাছে না পেয়ে .....