লুকোনো কথা
লুকোনো কথা

1 min

236
ঝাপসা জাল ফ্রেমে তোমার রঙিন ছবি
ছায়ার চাপ ঠিকরে যেন শ্বেতকরবী
ঘন বৃষ্টি এখানে ঢালে জলের ধারা
এই পৃথিবী কবে থেকেই বন্ধুহারা.
পাঁজরে সুখ জমতে থাকে শীত গ্রীষ্মে
আত্মীয়তা বুঝতে পারি নীলসবুজে
পেতে দিয়েছি ধুলোচাদর ছাদের নিচে
বিকেলে জমে যত আগুন মারাঠাবিচে.
হাত পা মুড়ে বসেই থাক চিরটাকাল
পানাপুকুর শিউলিরাত রংমশাল
নিচু হলেও নজরে আসে ঠোটের হাসি
কান্না ভেজা ঘুর্নিটান পাতার বাঁশি.
সারাটা রাত ঘুমিয়ে আছে চুকিয়ে ঋণ
লুকোনো কথা খুঁজতে হবে রাত্রিদিন.
=