STORYMIRROR

Gopal Lahiri

Romance

3  

Gopal Lahiri

Romance

লুকোনো কথা

লুকোনো কথা

1 min
236



ঝাপসা জাল ফ্রেমে তোমার রঙিন ছবি 

ছায়ার চাপ ঠিকরে যেন শ্বেতকরবী 

ঘন বৃষ্টি এখানে ঢালে জলের ধারা 

এই পৃথিবী কবে থেকেই বন্ধুহারা.


পাঁজরে সুখ জমতে থাকে শীত গ্রীষ্মে 

আত্মীয়তা বুঝতে পারি নীলসবুজে

পেতে দিয়েছি ধুলোচাদর ছাদের নিচে 

বিকেলে জমে যত আগুন মারাঠাবিচে.


হাত পা মুড়ে বসেই থাক চিরটাকাল 

পানাপুকুর শিউলিরাত রংমশাল 

নিচু হলেও নজরে আসে ঠোটের হাসি 

কান্না ভেজা ঘুর্নিটান পাতার বাঁশি.


সারাটা রাত ঘুমিয়ে আছে চুকিয়ে ঋণ 

লুকোনো কথা খুঁজতে হবে রাত্রিদিন.


=


Rate this content
Log in

More bengali poem from Gopal Lahiri