মা(শারদ সংখ্যা)
মা(শারদ সংখ্যা)


তোমার হাত ধরেই আমার পৃথিবীতে আসা
সকল কিছু ভুলে তোমার আমাায় ভালোবাসা।
তোমার হাতের আলতো ছোঁয়ায় দুঃখ যেতাম ভুলে
খেলার মাঝে তোমায় দেখে দৌড়ে যেতাম কোলে।
ক,খ,ই,ঘ,a,b,c,d তোমার কাছেই শেখা
আঁধাররাতে চাঁদ তারাও তোমার সাথেই দেখা।
তোমার হাত ধরেই আমার প্রথম স্কুলে যাওয়া
রান্না বাটি খেলনা পুতুল তোমার কাছেই চাওয়া।
তোমার কাছেই আমার তো মা বড় হয়ে ওঠা
তুমিই ছিলে আশ্রয়স্থল, আর তুমিই থাকবে সেটা।
তোমার হাত ধরেই মা গো এতটা পথ আসা
তুমিই তো মা এই জীবনের শ্রেষ্ঠ ভালোবাসা।
সবার থেকে বাসি ভালো আমি আমার মাকে
প্রতি জন্মে মা হিসাবে শুধু চাই তোমাকে।