বঙ্গদেশের আঁধাররাত্রি
বঙ্গদেশের আঁধাররাত্রি


বোধোনের পূর্বে মায়ের
আজ হল বিসর্জন-
কলেজ স্ট্রিটৈর পুস্তকসার
জলে ভাসমান এখন।
মাথার ঘাম পায়ে ফেলে
ফসল ফলায় যারা-
প্রকৃতির এই নিদারুণ খেলায়
রেহাই পেলোনা তারা।
ধ্বংসলীলার অজানা উল্লাসে
মত্ত আজ পৃথিবী-
প্রাণবন্ত বঙ্গদেশের আজ
এক করুন প্রতিচ্ছবি।
যাদের মাথায় আছে আশ্রয়
যাদের নেই পেটের দায়-
সর্বহারার দুঃখ বেদনা
বুঝবেনা তারা, হায়!
ধূসর অঙ্গ, করূন আর্তি
অস্ফুট যে তার রব-
বিধাতার কাছে থেকো কৃতজ্ঞ
পেয়েছো যে তুমি সব।
( আমফান সাইক্লোনের বিধ্বংসী তাণ্ডবে সমগ্র বঙ্গদেশ আজ বিধ্বস্ত। ধূলিস্যাৎ হয়ে গেছে হাজার হাজার মাটির বাড়ি, মারা গেছে বহু মানুষ। কুমোরটুলির মাতৃমূর্তি, কলেজ স্ট্রিটৈর বহু পুস্তক বিসর্জিত হয়েছে। করোনার প্রভাব পড়েছে আজ সমস্ত পৃথিবী জুড়ে। পশ্চিমবাংলার এই ভয়াবহ পরিস্থিতিতে মহাশ্বেতা দেবীর সৃষ্ট উচ্ছ্বব নাইয়ার কথা মনে পড়ছে ভীষণ ভাবে। ভালো থাকুক উচ্ছব নাইয়ারা, সেরে উঠুক বাংলা। )