অঙ্গীকার
অঙ্গীকার


রাখিপূর্ণিমার পূণ্যলগ্নে আজ সকল ভগিনীগণ
সহোদরের করে বাঁধবে রাখি, নেবে রক্ষা করার পণ।
পুষ্পগুচ্ছ, প্রদীপ, মিষ্টান্নে সাজিয়ে ডালা তার
সর্বত্র আজ ধ্বনিত হবে নারীর অঙ্গীকার।
ভ্রাতার দীর্ঘায়ু ও সমৃদ্ধি আজ ভগিনীর প্রার্থনা
কখন ও কি উচ্চারিত হয় তার মঙ্গলকামনা?
আঁধাররাতে ক্ষীণালোকে নারীর সুযোগ যে নেয়
সহোদরা তার কল্যাণেই রাখি পরিয়ে দেয়।
নিজের বোনের অপমানে গর্জে ওঠে ভাই
পরের ভগিনীর আর্তনাদের এবার প্রত্যুত্তর চাই।
পূর্ণিমার এই পূণ্যলগ্নে আজ সকল ভাতৃগণ
প্রতিজ্ঞা করি, ভগিনীগণের মর্যাদা রক্ষা করব সর্বক্ষণ।