আমারই....
আমারই....


আমি যদি বলি আকাশটা
আমার,
তবে আকাশ আমারই
আমার বয়েই গেছে
সে আমার হতে রাজি কিনা জানতে।
আমি দুহাত ছড়িয়ে
বলবো
এই এক সমুদ্দুর জল,
এই এক অরন্য সবুজ,
এই মেঠো পথ,এই লাল
ধুলো, এই রুক্ষ পাহাড়
সব আমার।
ভাটিয়ালি সুর,ভাওয়াল,
ছৌ, বাউলের একতারা,
সাঁওতালের মাদল, ওড়িষির ছন্দ
এবং ভারতনাট্যমের মুদ্রা
সব আমার।
কি করবে তুমি?
রাগ করে তাকাবে?
না,
বিস্ময়ে হতবাক হবে?
না কি বিরক্ত হয়ে মাথা ঝাঁকাবে?
যা ইচ্ছে করতে পার তবু
আমি বলেই যাব
একগুঁয়ে শিশুটির মত....
এই বেগনি ঘাসফুল আমার চাই,
এই শিশির ভেজা শিউলি আমার চাই,
পুকুর ভরা শালুকআমার চাই,
হিজলের পাতায় আটকে থাকা চাঁদও চাই,
কি করবে?
খুব ঝামেলায় পড়বে তো?
তারপর....
আমি পাহাড় চূড়ায় উঠে বলব.......
অনি,তুমি শুধু আমার...শুধু আমারই।
তক্ষুনি হাজার হাজার পাখি উড়বে
আর হাজার হাজার মনখারাপের সুর
ভুলে যাবে স্বরলিপি,
আর
আমি যা কিছু সুন্দর
শুষে নেবো
প্রতি রোমকূপে।