ত্রিনয়নী
ত্রিনয়নী
কাশ ফুটলো অফুরন্ত,
শিউলি কুঁড়িরা উন্মুখ হল
শুধু বাজল না সেই সুর....
বাতাসের গায়ে অসুখের গন্ধ
স্থলপদ্মের ডালে গোলাপী বিষাদ।
মনখারাপ করা চোখে
কিশোরী চেয়ে থাকে জানালায়।
তার দুচোখের মাঝে ত্রিনয়ন খুঁজি
হাতে খুঁজি বরাভয়।
মায়ের চোখে জল,
মলিন জামায় নেই আলোর নিমন্ত্রণ।
ঢাক বেজে ওঠে,
মনখারাপি মেঘ ছিঁড়ে উচ্চারিত হয় মন্ত্র।
মেয়ে চোখ মুছে হেসে ওঠে,
দরজা খুলে যায়।
আলপনা আঁকা পথ ধরে
উৎসব আসে।