STORYMIRROR

Madhumita Roy

Abstract

3  

Madhumita Roy

Abstract

মুক্তির বন্ধন

মুক্তির বন্ধন

1 min
88


ছেলেটা বলছিল গতবছরের কথা সারাদিন কাজ আর কাজ, পতাকার পর পতাকা তৈরি হচ্ছে রাত জেগে অবিরাম..... 

সেই ফুলওয়ালি যে স্টেশন চত্বরে বসত উদাস চোখে বলল.... এ বছর স্বাধীনতায় এক পয়সা আয় নাই গো, গতবছর...... 

পাশের বাড়ির দামাল বিল্টু বলল.... এবার ফুটবল ম্যাচ হবে? রাতের পিকনিক? জনগনমন গাওয়া হবে তো সকালে? 

স্কুলের ছোট্ট মেয়েটা যে কাঁদতে কাঁদতে আমায় জড়িয়ে ধরে বলত..... মা, মা কাছে যাবো সে নাকি এখন পতাকা হাতে স্কুলে আসার জন্য কাঁদছে। 

অজস্র মানুষ যারা হঠাৎ কাজের শৃঙ্খল থেকে মুক্তি পেয়ে রাতজাগছে, ঘুমন্ত শিশুটির মুখ চেয়ে ছটফটাচ্ছে তাদের কাছে একদম বদলে গেছে স্বাধীনতার মানে। 

আসলে কিছু বন্ধনই হয়ত মুক্তির খবর আনে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract