বহুরুপী ভালোবাসা
বহুরুপী ভালোবাসা
অপূর্ব বন্ধুরা, এই ভূবনে ভালোবাসা বহুরূপী,
তার চেয়ে সুন্দর কিছু নেই এই সৃষ্টিতে তোমারা যখন সঙ্গী।
ভালোবাসা ছড়ায় রঙ, সুর, স্বপ্নের বাসা,
হৃদয়ে বসে আছে এক অমৃত সম্পর্কের ধ্বনি
যার মাঝে মাঝে শ্রবণে বাঁশীর মতো বাজা।
কাছে থেকে দূরে, সাথে সব সময় তোমাদের,
ভালোবাসা হল এক,
বাঁচাতে দেয় প্রতিটি মুহূর্তে ভালোবাসার শক্তি আপনায় আমাদের।
সৃষ্টির শেষ পর্যন্ত কতটা বদলে যায় তার সময়ের পারে,
ভালোবাসা নিয়ে তোমাদের সম্পর্কটি অক্ষম হয়না,
হৃদয়ে বসে আছে শুধু ভালোবাসার সাথে একটি অদ্বিতীয় জুগলবন্ধন।

