জীবনের গান গাও
জীবনের গান গাও
প্রাণের সুর তোলো
জীবনের গান গাও
শুভ চিন্তায় আত্মস্থ হও
উদার হয়ে প্রশান্ত চিত্তে শান্তির অধিকারী হও।
পরমাত্মায় বিলীন হও সদ্গতি লাভ করো
এমন কাজ করো দ্বিতীয় ব্যক্তির প্রাণে
আজীবন বিরাজ করতে পারো।
যাবার আগে পৃথিবীর পাতায়
সৎকর্মের ইতিহাস রচনা করো।
নিজের চেতনা উন্মোচিত করে
অন্যের উন্মোচন করো
সত্য মানব হয়ে সত্যের পথে যেও
মানবতার দীক্ষা দিয়ে।
মানব মন্ত্রে দীক্ষিত হয়ে অচিরেই যেন
সকলে মানবতা লাভ করে সেদিকে লক্ষ্য করো।
ভালোবাসার পরশে মানুষকে জয় করে
মনে চিরস্থায়ী বাস গড়ে
আত্মায় বিরাজ করো।
