STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

3  

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

জীবনের বেড়াজাল

জীবনের বেড়াজাল

1 min
215


আমি সুদীর্ঘ পথ করে চলেছি যাত্রা,

তবুও চলার হয়নি শেষ!

পূর্ণ হয়নি আমার জীবন খাতা,

সাদা পাতার ওপরে ছড়িয়ে আছে__

যাত্রা পথের হিসাব নিকাষের রেশ।


জানি একদিন হবে সব 

অপেক্ষার অবসান,

পাবো ঠিক সঠিক পথের সন্ধান,

সমস্ত হিসেব মিলবে সেথায়,

হবেনা কোনকিছুই লোকসান,

কর্ম ফলের হিসাব দেবে আমায়__

আমার প্রাপ‍্য সম্মান।


জীবন পথে যাত্রা করতে করতে__ 

বারবার হচ্ছি দিকভ্রান্ত,

বিষন্নতার আঁধারে ঢাকছে মন,

শরীর হচ্ছে ভীষণ রকম ক্লান্ত,

তবুও থামেনি যাত্রা!

এগিয়ে চলেছে এ... কঠিন জীবন।


ওঠা, পড়া, ঘাত, প্রতিঘাতে___ 

আষ্টেপৃষ্টে জড়িয়ে আছি,

ছিন্ন করতে পাড়ছিনা এই কঠিন___ 

বেড়াজালের শক্ত আবরন,

সময়ের সাথে আরও___ 

গভীরে তলিয়ে যাচ্ছি,

সব কিছু জেনে বুঝেও ঝাপিয়ে___ 

পড়ি অন্ধকারের গোলোক ধাঁধাঁয় ___

খুঁজতে আমার মরন।


কিন্তু তাকে পাওয়া নয়তো অত সোজা!

করতে হয় যে সঠিক সময়ের অপেক্ষা,

তবুও হাতড়ে বেড়াই তাকে____ 

দিকে দিকে হয়ে অন্ধের মতো।

যখন হবে যাত্রা শেষের সঠিক সময়___

তখন সে দেবে নিজে থেকেই দেখা,

হাত ধরে করবে আমার___

জীবন তরী পার,

সমস্ত বন্ধন থেকে হবে মুক্তি!! 

ছিন্ন হবে সমস্ত কঠিন বেড়াজাল।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract